স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় গাঁজা সহ ৪ মাদক কারবারিকে করেছে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রেহাইশুড়িবেড় গ্রাম থেকে এস আই গোলজার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জামাল উদ্দিনের ছেলে সবুর রানা (১৯), ভোলা শেখ এর ছেলে শাহাদত হোসেন (২০), রেহাইশুড়িবেড় গ্রামের আব্দুল বারী মিস্ত্রীর ছেলে রাসেল বাবু (১৯), বিলসুন্দর গ্রামের লাল মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (১৯)।
শুক্রবার সকালে নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালী জানান, আটককৃতদের বিরূদ্ধে কাজিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার) তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply