গাজীপুরের কাপাসিয়ায় মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা। এ সময় তাকে সহযোগিতা করেন গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মরুময় সরকার।
অপরদিকে নির্দেশনা অমান্য করায় উপজেলার বীর উজলী বাজারের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকালে কাপাসিয়া সদর, আমরাইদ, বীর উজলী ও টোক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাপাসিয়া সদরের রিপন ফার্মেসিকে ১০ হাজার টাকা, আমরাইদ বাজারের ওমর ফারুককে ২ হাজার, বিল্লালকে ৫ হাজার, মোমেনকে ১০ হাজার এবং টোক বাজারের মাহবুব ফার্মেসিকে ৩ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে ৫ ফার্মেসিতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে সরকারি নির্দেশনা অমান্য করে বাজার পরিচালনা করায় বীর উজলী বাজারের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কাপাসিয়া,গাজীপুর
shamimsikder488@gmail.com
Leave a Reply