গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের গোপালপুরে মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৩৬ জন, আগে ৩০ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে আর চিকিৎসাধীন অবস্থায় হোম আইসোলেশন আছে ৬ জন।
আজ ৮ জুলাই সোমবার ৫ জনকে করোনা আক্রান্ত রোগীদেরকে ছাড়পত্র প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আলিম আল রাজি।
এরা হলেন হাসান আলী (৫৫) পেশায় কৃষক পিতা ওমেদ আলী উত্তর গোপালপুর, মায়া পিতা আঃ মজিদ (৫৬) পেশায় গৃহিণী ঝাওয়াইল কাহেতা, নিলুফা (৩০) পেশায় গৃহিণী পিতা মামুন, কাহেতা ঝাওয়াইল, তরিকুল(২৫) ছাত্র সিটি ইউনিভার্সিটি পিতা মান্নান গ্রাম চর চতিলা নগদা শিমলা, মোজাম্মেল হক(৫০) পেশায় বেসরকারি চাকরিজীবী পিতা রুস্তম গ্রাম জোত আতাউল্লাহ উল্লাহ মির্জাপুর। এদের সকলকে ২১ জুন ২৩ জুন নমুনা সংগ্রহ করা হয়েছিল।
Leave a Reply