মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিদর্শক ও অফিস সহকারী, ইসলামী ব্যাংকের ৩ কর্মকর্তা সহ নতুন ২০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন করোনা সনাক্তরা হলেন- কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের শেখ আব্দুর রশিদের পুত্র ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম (৪০), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক কে, এম মনজুর কাদের (৫৭) ও অফিস সহকারী মোঃ আব্দুল্লাহ পাড়ের পুত্র মাহাবুবুর রহমান (৪০), কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ৩ কর্মকর্তা যথাক্রমে শমসের আলী (৫০), শরিফুল ইসলাম (৪৮) ও শহিদুর রহমান এর পুত্র মোঃ খলিলুর রহমান (৪৭), মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুল কাদের এর পুত্র মেডিকেল রিপ্রেজেনটেটিভ মোঃ সামিউল ইসলাম (৩৫), একই গ্রামের আবুল হোসেন এর পুত্র আকবর হোসেন (৪৫) এবং আকবর হোসেন এর পুত্র রাফি (১৮), নলতা ইউনিয়নের নলতা গ্রামের ফজলুর রহমান এর স্ত্রী ডা. তাহমিনা পারভীন (৩৪), তাদের পুত্র তাসওয়াপ (১২) ও তাহিয়ান (০১), একই ইউনিয়নের গোবিন্দ সরকারের পুত্র হারান সরকার (৩৯), প্রফুল্ল স্বর্ণকার এর পুত্র প্রসাদ স্বর্ণকার (৬৫), আবুল কাশেম এর কন্যা রুহিনা তাসনিম (৫০), এম, আনোয়ার হোসেন এর পুত্র রিয়াজুল (৩৭), কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের শেখ আতাহার এর পুত্র শেখ আব্দুল কাদের (৫৮), একই বাড়ির সদ্য মৃত শেখ মাওলা বক্স এর স্ত্রী মোসাম্মৎ রহিমা খাতুন (৩৮) ও পুত্র মহিম হোসেন (১৫), একই গ্রামের মৃত নেছার উদ্দীন এর পুত্র আবুল কাশেম (৪৮)। গত ১০/০৭/২০২০ ইং তারিখে মোট ২৯ জনের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তন্মধ্যে আজ ১২/০৭/২০২০ তারিখে মোট ২০ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ উপজেলা প. প. কর্মকর্তা ডা.শেখ তৈয়েবুর রহমান।
Leave a Reply