রাজু আহমেদ, নাটোর:
নাটোরের সিংড়ার ভুলবাড়িয়া পয়েন্টে নদী দখল করে প্রকাশ্যে এলাকার কিছু কতিপয় অসাধু লোক পানির প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ সৌতি জাল দিয়ে অবাধে মাছ শিকার করে যাচ্ছে।
সৌতি জালের ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোন মাছই। সৌতি জাল দিয়ে অবৈধভাবে অবাধে মাছের পোনা ও ডিমসহ মা মাছ ধরার ফলে মাছের বংশবৃদ্ধি হ্রাস পাচ্ছে। সেইসাথে ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ।
স্থানীয়রা জানায়, ভুলবাড়িয়া পয়েন্টে নদীতে বাঁশের বাঁধ দিয়ে প্রভাবশালী সেন্টু ও তাঁর সঙ্গীয়রা অবৈধভাবে মাছ মারছে।
নদীর পারে ভাঙ্গনের আশংকা করছে বাসিন্দারা। অপরদিকে পারে রয়েছে একটি মসজিদ। বাঁধের ফলে সৌতিজালের পয়েন্টের নিকটে মসজিদ ঝূকিপূর্ণ অবস্থায় পড়ার আশংকা রয়েছে।
সুতি জাল দিয়ে মৎস্য সম্পদ নিধনের নিষেধাজ্ঞা আইন থাকলে ও তার যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় কিছু অর্থলোভী অসাধু মৎস্য শিকারিদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার। সরকার কারেন্ট জাল উৎপাদনের সাথে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি, বাজারজাত, ক্রয় ও ব্যবহারকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে মাছের অভাব থেকে দেশ কিছুটা হলেও রক্ষা পাবে বলে মনে করেন সচেতন মহল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতিমধ্য কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। নদীতে অবৈধ মাছ মারার বিষয়টি পদক্ষেপ নেয়া হয়।
Leave a Reply