প্রবাসী ডেস্কঃ
মুজিবর্বষ উপলক্ষে ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার কৃতি সন্তান, গ্রীস ছাত্রলীগ নেতা, কুমিল্লা উপজেলা ছাত্রলীগের উপ তথ্য গবেষণা সম্পাদক, গাজীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মুক্তিযোদ্ধা মঞ্চ গ্রীস শাখার সাংগঠনিক সাম্পাদক মোঃ আব্দুর ইয়াছিন রহমান দুর্জয়ের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।
সোমবার (১৩ জুলাই) নিজ এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষ গুলোর বেশির ভাগই বনজ কাঠ ও ঔষুধী।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব, নাজমুল, আরিফ সহ ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
ছাত্রলীগ নেতা মোঃ আব্দুর ইয়াছিন রহমান দুর্জয় বলেন, ‘‘মুজিব বর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তিনি আরও বলেন পরিবেশ যদি ঠিক থাকে তাহলে আমাদের জীবনধারন স্বাভাবিক থাকবে, এই পৃথিবীতে পরিবেশেরও অধিকার আছে, পরিবেশ ঠিক রাখা আমাদের দায়িত্ব । আসুুন আমরা সবাই বৃক্ষ রোপণ করি এবং সবুজায়নের অগ্রযাত্রার সঙ্গী হই। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ আমাদের অস্তিত্বে মিশে আছে। প্রতি বছর যে হারে গাছ নিধন হচ্ছে ঠিক সেই অনুপাতে বৃক্ষরোপন হচ্ছে না।ফলে পরিবেশ হয়ে উঠছে রুক্ষ, উত্তপ্ত, কঠিন।একমাত্র বৃক্ষরোপনই পারে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে।’’
Leave a Reply