মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীতে গোসল করার সময় পানিতে ডুবে বেলাল পারভেজ আশিক (২২) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা অমর স্কুল সংলগ্ন কুলিক নদী হতে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশিক রানা জেলার রানীশংকৈল উপজেলার দণি বাঁশবাড়ী (ভান্ডারা) গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফা কামালের ছেলে।
আশিক কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি ফিরে তার বন্ধুদের সাথে গোসল করতে নামে নদীতে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সকালে আশিক তার বন্ধু মিলে লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামে কুলিক নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদী পার হওয়ার প্রতিযোগিতায় করে। নদী পার হওয়ার সময় পানির স্রোতে হারিয়ে যায় আশিক। তাৎনিকভাবে তার বন্ধুরা তাকে উদ্ধারে খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা দীর্ঘ এক ঘন্টা তল্লাসী চালিয়ে নদীর তলদেশ থেকে আশিক রানার মৃতদেহ উদ্বার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। আশিকের এই অপ্রত্যাশিত মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply