নড়াইল জেলার লোহাগড়া পৌরসভায় অতিরিক্ত করোনা ভাইরাস আক্রমণ করায় নড়াইল-২ আসনের মননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসন ও উপজেলার আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে গত ৮ জুলাই থেকে শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত ১৪ দিনের রেড জোন আইসোলেশনের শেষ হয়।
তারই অনুপ্রেরণায় নড়াইল জেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা ১৪ স্থানে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানে সহায়তায় প্রশাসনের কর্মকর্তাদের নজর ধারিতে এই আইসোলেসন বাস্তবাইতো হয়। নড়াইল জেলার ডিবি কর্মকর্তারাও অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করেন। সকল শ্রেণির রাজনৈতিক নেতারাও নজর ধারিতে রাখেন। ৭ জুলাই করোনায় আক্রান্ত লোহাগড়া উপজেলার ১৫ জন, পৌর সভায় ১২ জন, পৌরসভার বাহিরে ৩ জন করোনা ভাইরাসের আক্রান্ত ছিলো। গত ২০ জুলাই উপজেলায় ৩ জন পৌর সভায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
উক্ত আইসোলেশনের স্বেচ্ছাসেবকদের জন্য প্রতিদিনই খাবার ব্যবস্থা করে ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং তাদের উৎসাহিত করে ছিলেন। শেষ দিনে নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু খাবার তুলে দেন তাদের সকালের মাঝে। তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য যে করোনা যুদ্ধে নিজেদেরকে নিয়জিত করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করায় লোহাগড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন ও উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান বাহবা জানান! স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের কারণে সকল শ্রেণি-পেশার মানুষ তাদের ধন্যবাদ জানায়।#
Leave a Reply