চুড়ির টুংটাং আওয়াজ,কোমড়ে গুজানো শাড়ির আচল,ঘরময় দৌড়ে চলা আর ঘর্মাক্ত দেহ যেন বারবার জানান দিচ্ছে- “তুমি ক্লান্ত”।
.
নিজেকে নিয়ে ভাবার অবকাশ?
বুকজুড়ে আজ শুধুই চাপা দীর্ঘশ্বাস।
.
জটায়ু মাথা, চোখের নিচে পড়েছে যার অন্ধকারের ছোয়া,চামড়ার ঢিলা ভাজে লুকানো বয়স!
বেশ জানান দিচ্ছে-“তুমি ক্লান্ত”।
.
চকলেট নাকি হাওয়াই মিঠাই? ফুচকা নাকি চটপটি? ঝালমুড়ি নাকি আচার?
আদিখ্যেতা ভেবে আজ ছুটি নিয়েছে সব অন্যায় আবদার!
.
আয়নায় দাড়িয়ে হয় না দেখা- শ্রীহীন এই রূপ,
যেথায় আগে খেলা করতো রৌদ্রময় মুখ,
সেথায় আজ খেলা করে ক্লান্তি ছোঁয়ানো মুখ।
.
মাস,বছরের দিন ঘুরে, কেটে যায় যুগ।
কিন্তু অবকাশ?এ যেন এক মিথ্যা দুরাচার!
.
ক্লান্তিতে নুইয়ে আসে দেহ, শ্রান্তির আবেশে জুড়াতে চায় চোখ,
পিছন থেকে তক্ষুনি ভাসে নৈশ ভোজের সুর।
.
ক্লান্তি আছে, শ্রান্তি নেই,
মুখপোড়া সমাজ নাম দিয়েছে তার অভাগীর সংসার!
.
.
.
.
লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।
Like this:
Like Loading...
Leave a Reply