করোনাভাইরাস মহামারীর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করতে এবং দেশের সম্পদ, জমি, ফসল এবং প্রাণিসম্পদ রক্ষার জন্য পদক্ষেপ ও পরিকল্পনা প্রয়োজন, যা নির্বাচিত সরকার ছাড়া তা সম্ভব নয়।
ড. কামাল বলেন, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যার ফলে মানুষ সীমাহীন দুর্দশায় পড়েছে।
এছাড়াও নদীর তীর ভাঙনের ফলে মানুষের ঘরবাড়ি, জমি ও ফসল ধ্বংস হচ্ছে। কৃষকরা তাদের ফসল বন্যার পানির নিচে পড়ায় নিঃস্ব হয়ে পড়েছে। করোনার মহামারির মধ্যে মানুষ বন্যায় চরম অসহায় হয়ে পড়েছে। সরকারের উচিত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয় ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা।
বিবৃতিতে ড. কামাল হোসেন বন্যার পানি হ্রাস হওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের চারা, বীজ এবং ঋণ সরবরাহের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply