সংবাদ দাতা:রাকিব মাহমুদ:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বন্যায় পানি বন্ধী হয়ে পড়েছে উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ।অনেকে আবার কাজের অভাবে অনাহারে দিন কাটাচ্ছে।
এই উপজেলার বেশির ভাগ মানুষই তাঁত শিল্প ও কৃষি কাজের মাধ্যমে জীবীকা নির্বাহ করে।
দীর্ঘ কয়েক মাস ধরে করোনার কারনে তাঁত শিল্প প্রায় বন্ধ থাকায় বেশির ভাগ মানুষই তাদের জীবন যাপনের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারছিলোনা।তার উপর এই অধিক বন্যায় তাদের বেচেঁ থাকার সংগ্রাম যেনো অনেকটা অনিচ্ছিত হয়ে পড়েছে।
উপজেলার ১৩ টি ইউনিয়নের অধিকাংশই বন্যা কবলিত।অনেকের ঘরবাড়িতে পানি উঠার কারণে আশ্রয় নিয়েছে উঁচু রাস্তায়।এসব বানভাসিদের সাথে কথা বললে তারা জানায়,’আমরা খুব কষ্টে জীবন যাপন করছি।একবেলা খেতে পাই তো অন্য বেলা না খেয়ে থাকতে হয়।পরিবারের খাবার জোগানের মতো পরিস্থিতি আমাদের নেয়।’
এদিকে উপজেলার অনেকেই নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করছে।উপজেলার এমপি মহোদয়,উপজেলা চেয়ারম্যান,ইউনিয়ন চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরাও ত্রাণ ও বিভিন্নভাবে সহযোগিতা করে এসব বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে।
Leave a Reply