সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছা সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ হৃদয় হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে পুড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক হৃদয় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন পুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় দুই কেজি গাঁজাসহ হৃদয়কে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃত বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply