এম আবদুল্লাহ সরকার রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউর রহমান বাবু’র মৃত্যুতে এক দোয়া অনুষ্টানের আয়োজন করে রায়গঞ্জ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থানীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রোম বাদশা সরকার জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল বাতেন শেখ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম মাষ্টার,সাবেক সাধারণ সম্পদাক শামসুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাবু’র মৃত্যুতে জাতীয়তাবাদী দল একজন যোগ্য নেতা হারাল। তিনি ছিলেন ত্যাগী,পরীক্ষিত ও ক্লিন ইমেজের একজন নেতা। তার অভাব পূরণ হবার নয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান মিরণ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী, ছাত্রদলের নেতা সজল, প্লাবন,সাদ্দাম প্রমুখ।
আলোচনা শেষে মরহুম বাবুর রুহের মাগফিরাত উপলক্ষ্য দোয়া করা হয়।
সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ।
Leave a Reply