গাজীপুর প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী নির্দেশনায় কাপাসিয়া সদর, বাষিয়াব ও সনমানিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
২৯ জুলাই( বুধবার) দিনব্যাপী কাপাসিয়া সদর, বাষিয়াব ও সনমানিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড মোঃ আমানত হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, বারিষাব ইউপি চেয়ারম্যান এস এম আতাউর জামান বাবলু, সনমানিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মাষ্টার, উপজেলা সমবায় অফিসার ও কাপাসিয়া সদর ইউনিয়নের তদারকি কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খান, নূ্রুল ইসলাম,কাপাসিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী শফিউল রহমান জোয়ার্দার বলেন কাপাসিয়া উপজেলায় ১১ ইউনিয়নের অসহায় হতদরিদ্র ও দুস্থ ২১৪৫২ জনের মাঝে সুষ্ঠ ও যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
Leave a Reply