সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে আব্দুল্লাহ আল মামুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে উপজেলার বাউশা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ আল মামুন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,বুধবার সকাল ১১টার দিকে আব্দুল্লাহর মা রোজিনা খাতুন তাকে মোবাইল রিচার্জ করার জন্যে ১০০ টাকা দিয়ে গ্রামের দোকানে পাঠান।তারপর থেকে শিশু আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।বাড়ির লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজে বের করার চেষ্টা করেন।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে চিন্তার পরিসরও বাড়তে থাকে পরিবারের মাঝে।পরবর্তীতে বিকেল ৩টার সময় স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে আবদুল্লাহর বাড়িতে খবর পাঠান।
পুত্রের মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহর পরিবার।এ শোক কোন মতেই তারা মেনে নিতে পারছেন না।আব্দুল্লাহর অকাল মৃত্যুতে নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply