ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় বাজার তদারকিতে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার মীরগর বাজার এলাকায় তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করায় এই জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন জানান, মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply