ঈদের আগে টানা কাজে বেশ ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্ব। তাই ঈদের প্রায় তিন সপ্তাহ ধরেই ছুটিতে রয়েছেন তিনি। বিশেষ করে ছেলের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছেন। বিশ্রাম নিয়েছেন।
ঈদের সে ছুটির আমেজ ঝেড়ে ফেলে আবারও কাজে ফিরছেন এই তারকা।
জানা গেছে, আগামী সপ্তাহে ‘ট্রল’ শিরোনামের নাটক দিয়ে শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। শরুপ চন্দ্র দে’র রচনায় নাটকটি পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার। এতে অপূর্বর সঙ্গে থাকবেন তাসনিয়া ফারিন।
নির্মাতা জানান, আগামী সপ্তাহেই আমরা শুটিং শুরু করছি। এতে অপূর্ব ভাই ও ফারিন থাকছেন জুটি হয়ে। শুধু তাই নয়, ৯০ মিনিটের গল্পে প্রায় ৪০ জন শিল্পী থাকছেন এতে। একটা সাইলেন্ট কিলারের গল্প এটি। গল্পে রয়েছে নানা চমক।
এই বিষয়ে অপূর্ব জানান, সত্যি কথা বলতে চলতি মাসে কাজে ফেরার ইচ্ছা ছিলো না। আরও কিছুদিন সময় নিতে চেয়েছিলাম। আয়াশের সঙ্গে সময় কাটানোটা খুব উপভোগ করেছি। কিন্তু দিনশেষে তো কাজে ফিরতেই হবে। বেশ কিছু ভালো কাজের প্রস্তাব এরইমধ্যে এসেছে। সেগুলো করবো ভাবছি। আর আগামী সপ্তাহে ‘ট্রল’ নাটকের শুটিং করবো।
করোনার জন্য সতর্কতা প্রসঙ্গে তিনি আরও বলেন, এবারও কাজে ফেরার আগে করোনা টেস্ট করে নিয়েছি। ঈদের আগে কাজ শেষ করেও একবার টেস্ট করেছিলাম, নেগেটিভ এসেছে প্রতিবারই। তারপরও সাবধান থেকে কাজ করার চেষ্টা করবো।
৯০ মিনিটের থ্রিলার গল্পের ‘ট্রল’ নাটকটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। শুটিং শেষে খুব শিগগিরই এটি ইউটিউবে অবমুক্ত হবে বলে জানা যায়।
Leave a Reply