নড়াইলের লোহাগড়ায় একটি প্রাইভেট কারও ১১৭ পিচ ভারতীয় শাড়ীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে লোহাগড়া বাজারের তে রাস্তা বটগাছের পাশে পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেট কার সহ ১১৭ পিচ ভারতীয় শাড়ী মুল্য অনুমান ৪৬৮০০০ টাকা মালসহ তিন জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো বশিরুল হক (৩৮) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চাপানগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। সৈয়দ আবু জাহিদ (৪০) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দিঘীরপাড় গ্রামের মৃত সৈয়দ আবু জাফরের ছেলে। মো মামুনুর রহমান (৩২) যশোর জেলার বেনাপোল থানার বড়আচড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে আসামিদের কোর্টে প্রেরন করা হয়েছে।
Like this:
Like Loading...
Leave a Reply