নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুই জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের উত্তর পাংখারচর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর এলাকা বলে পরিচিত উত্তর লংকারচর, পাংখারচর, চর সুচাইল ও চরপাচাইল গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ সংঘাত চলে আসছিল। প্রায়শই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়ে থাকে। গোপন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার লোহাগড়া থানার এসআই শাফায়াত হোসেন, এসআই সরল বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ উত্তর পাংখারচর গ্রামের একটি বাগান থেকে অভিযান চালিয়ে ৭টি ঢাল, ৬টি সড়কি ও ৫টি রাম-দা উদ্ধার করেন।
এ সময় ওই গ্রামের সাব্বির হোসেন (১৮) ও আবু সাইদ সরদার (৪৩) কে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#
Like this:
Like Loading...
Leave a Reply