নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ এহসানুল আলম ফরাজি এর সভাপতিত্বে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন করা হয়।
১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, গাজীপুর মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ আল মামুন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগ নেতা রাকিব হাসান রাজ প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply