মোঃ আলমগীর উল্লাপাড়াঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ ঘটিকায় পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, শ্রমিকলীগ পূর্ণীমাগাঁতী ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূর্ণীমাগাঁতী ইউনিয়ন শাখা শ্রমিকলীগের সম্মেলনে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু,উল্লাপাড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আঃলীগের সভাপতি রাশেদুল হাসান রাশেদ,পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন সরকার,পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া সহ প্রমুখ।
জাতীয় শ্রমিকলীগ পূর্ণীমাগাঁতী ইউনিয়ন সম্মেলনে উল্লাপাড়া উপজেলা সভাপতি মোঃ আব্দুস সামাদ সরকার পতাকা উত্তোলন করে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন।
অনুষ্ঠানে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান, শ্রমিকলীগের কমিটিতে যেনো জামায়াত, বিএনপির কোন নেতাকর্মী স্থান না পায় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তিনি আরো জানান আঃলীগ হতে হলে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হবে। যারা বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী নয় তাদের আঃলীগের কমিটিতে স্থান দেওয়া যাবে না।
Leave a Reply