চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সাঃআঃ) মাহফিলের ৫০ তম আসর আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে।শেষ হবে ১৬ নভেম্বর।৫০ তম আসরের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
১৯ দিনব্যাপী এ মাহফিলের প্রতিষ্টাতা
অলিকুল শিরোমণি হযরত আলহাজ্ব শাহ সুফি মাওলানা হাফেজ আহমদ (রহঃআঃ) প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি।তিনি বিশাল ব্যক্তিত্বের ও বহুমুখী প্রতিভার অধিকারী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন সকলের কাছে গ্রহণীয় একজন আল্লাহর ওলি ছিলেন।তিনি ১৯০৭ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড় পর্বতে ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সবুজে সবুজময় চুনতী গ্রামে আলহাজ্ব সৈয়দ আহমদ ও হাজেরা খাতুন দম্পতীর কোল আলোকিত করে জন্মগ্রহন করেন।এবং ১৯৮৩ সালে সকলকে শোক সাগরে ভাসিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শুধু পিতামাতা নয় তার জন্ম হওয়াতে পুরো চুনতীই যেন আলোকিত হয়ে উঠে।শাহ সাহেব কেবলার পদচারণনায় মুখরিত চুনতি হয়ে উঠে দেশ থেকে দেশান্তরে এক পরিচিত মুখ এবং পীর আউলিয়ার পূর্ণভূমি খ্যাত চুনতী।ব্যক্তিজীবনে শাহ সাহেব কেবলা ছিলেন একজন আল্লাহভীতি, সহজ সরল উদার মনের দুঃসাহসী আল্লাহ্র ওলি।
ব্যাক্তি জিবনে তার অসংখ্যা কেরামত রয়েছে রয়েছে।তার মধ্যে সবচেয়ে বড় কেরামত তিনি আল্লাহ ও রাসূলের প্রেমে মগবুল হয়ে আধ্যত্নিক শক্তির মাধ্যমে প্রতিষ্টা করে গিয়েছেন ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সা:)।যা পৃথিবীর ইতিহাসে বিরল।যা ১৯৭২ সালে ১ দিন ব্যাপী আরম্ভ করে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে ১৯ দিনের মাথায় এসে থেমে যায়।
১৯ দিন ব্যাপী এই মাহফিলে প্রতিদিন দেশের স্বনামধন্য উলামায়ে কেরামগণ নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে থাকেন।এখানে প্রতিদিন মাহফিলে আগত হাজার হাজার লোককে দুবেলা ভাত খাওয়ানো হয়।এতে শিশু থেকে শুরু করে আলাদাভাবে খাওয়ানো হয় পুরুষ ও মহিলাকে।
জানা যায়, এটি প্রতিবছর ১১ রবিউল আউয়াল আরম্ভ হয়ে ২৯ রবিউল আউয়াল দিবাগত রাতে ১৩ একর বিশিষ্ট সীরত ময়দানে লাখো মানুষের আমিন ধ্বনিতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
মাহফিল পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, বলেন, সীরাতুন্নবী (সাঃ) প্রতিষ্টার উদ্দেশ্য ছিলো মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃআঃ) এর জীবনি আলোচনা এবং সৃষ্টি জগতের যে রুপ আল্লাহ রাব্বুল আলামীন সৃষ্টি করেছেন তা তার প্রিয় নবীর উদ্দেশ্যেই।এবং সেই উদ্দেশ্যকে সফল করার জন্য এবং মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য হযরত আলহাজ্ব শাহ সাহেব কেবলা এ মাহফিল প্রতিষ্টা করে গিয়েছেন।
Leave a Reply