রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ইতিহাস বিভাগে অধ্যয়ন করছেন রুবেল মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়ামতপুর ইউনিয়নে। পারিবারিকভাবেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। পরে সরকারি তিতুমীর কলেজে ভর্তি হবার পর ছাত্রলীগে যোগদান করে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। বর্তমানে তিনি স্থানীয় নিয়ামতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে রাজনীতি করার প্রত্যাশাও ব্যক্ত করেন এই তরুণতূর্কী।
রুবেল মিয়া বলেন, ছোটবেলা থেকেই সক্রিয় রাজনীতি আর মানুষের পাশে থাকার সদিচ্ছা। পারিবারিকভাবেও আমরা আওয়ামী লীগ করি। বড় হয়ে ছাত্র রাজনীতির সাথে তীব্রভাবে যুক্ত হয়েছি। যার ফলস্বরূপ ছাত্র থাকাকালীন সময়েও নির্বাচনে প্রার্থী হবার ইচ্ছা। তিনি আরো বলেন, আমি নির্বাচনে যেনো নৌকার প্রতিক পাই এবং জয়লাভ করতে পারি। সে জন্য সকল তিতুমীরিয়ানদের কাছে দোয়া প্রার্থনা করছি
বর্তমানে রুবেল মিয়া লাগাতারভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গণসংযোগ করছেন। মাঠেমাঠে ঘুরে প্রান্তিক মানুষের কাছে যাচ্ছেন যাতে করে নির্বাচনী জয়ী হতে পারেন। নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব ওমর ফারুক তালুকদার রুবেলকে নিয়ে বলেন, রুবেলের এই সদিচ্ছাকে স্বাগত জানাই। সবসময় আমি ওর সাথে আছি।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, রুবেল বেশ ভালো ছেলে। কমিট মেন্ট সম্পূর্ণ। নির্বাচনে জয়ী হবার পরেও নীতি ও আদর্শে অটুট থাকবে বলে বিশ্বাস রাখি। বর্তমানে রুবেল মিয়া কিশোরগঞ্জের মফস্বল গ্রামে গ্রামে ঘুরে একাই মানুষের সাথে নিজের মত বিনিময় করছি। কখনো কখনো বন্ধুবর ক’জন সাথে সহযোগিতা করছে।
Leave a Reply