সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি র্যালি বের হয়।র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এইচ টি ইমাম মুক্ত মঞ্চে উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আঃলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও পৌর আঃলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আরজু সরকার,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক শাহাদাত সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অনিক রহমান শুভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ-আলম সরকার।
Leave a Reply