সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ নভেম্বর শনিবার বিকালে এক প্রীতি ফুলবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
লক্ষীরহাট বাজার সমিতির আয়োজনে বিবাহিত ও অবিবাহিত মধ্যেকার খেলায় ট্রাইফিকারে মাধ্যমে ১-২ গোলে অবিবাহিতরা জয়লাভ করে।
খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমূল হুদা শাহ এ্যাপোলো এবং সভাপতিত্ব করেন বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান।
উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনি দেবনাথ, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লক্ষীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক দিলিপ কুমার, ঠাকুরগাঁও জেলা ফুটবল হেড কোচ খায়রুল আলম, ঢাকা মোহামেডাম কাবের খেলোয়ার আমিনুল ইসলাম, বড়গাঁও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিরুল ইসলাম হেলাল, লক্ষীরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এলাকা বাসি অনেক আনন্দিত। বড়গাঁও ইউনিয়নের মানুষ যে ফুটবল প্রেমি সেটা খেলার মাঠে দর্শকদের উপস্থিত দেখেই বুঝা যায়, সাধারন দর্শকদের সবচেয়ে বড় চাওয়া যেন প্রতি মাসে লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে একটি করে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
Leave a Reply