বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
প্রায় দশ বছর পর প্রায় দশ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এ কে এম ইউসুফ জী খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি
ছিলেন জেলা আ’লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, প্রধান বক্তা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ডা. হাবিবে মিল্লাত এমপি, বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, উপজেলা আ’লীগের আ’লীগের প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যন নুরুল ইসলাম সাজেদুল ও দলের সাধারন সাধারন সম্পাদক ফজলুল হক সরকারসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ও দলকে শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মত দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তৃণমুলের নেতাকর্মীদের সঠিক মুল্যায়ন সহ এলাকা ভিত্তিক দলকে আরও সুসংগঠিত করতে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply