প্রেস বিজ্ঞপ্তি.গুণক দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও লালপোল জামিয়া ইসলামিয়া সোলতানিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও
হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত কমিটির সহকারী মহাসচিব
আল্লামা মুফতি রহিমুল্লাহ কাসেমীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাযায় ইমামতি করেছেন তার বড় ছেলে মুফতি মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার দুপুরে গুণক দারুল মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এর আগে বৃহস্পতিবার সকাল
৮ টায় তার মরদেহবাহী গাড়িটি লালপোল সোলতানিয়া মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়।এক নজরে ছাত্র শিক্ষক সবাই দেখে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা গুণক মঈনুল ইসলাম মাদ্রাসায় পৌছায় বুধবার রাতে তার মৃত্যুর খবর শোনার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণক মাদ্রাসায় আসতে থাকেন তার ভক্ত ও অনুসারীরা।জানাজা শেষে মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে মাদানী জামে মসজিদের পাশ্বে কবরস্থানে মুফতি রহিমুল্লাহ কাসেমীকে দাফন করা হয়।জানাজা বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সেক্রেটারি জামেয়া মাদানিয়ার মোহতামিম মাওলানা সাইফুদ্দিন কাসেমী,ওলামা বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও গুণক মঈনুল ইসলাম মাদ্রাসার শুরার সদস্য মাওলানা শিব্বির আহমদ,লালপোল জামিয়া ইসলামিয়া সোলতানিয়ার মুহতামিম পীরে কামেল ক্বারী মুহাম্মাদ কাসেম (গুণক মঈনুল ইসলাম মাদ্রাসার শুরার পরিচালক) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শহিদুল ইসলাম,
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, ২নংবগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন,মুফতি রহিমুল্লার ভাই আহছানুল্লাহ,মুফতি রহিমুল্লাহ জামাতা মাওলানা জাবেদ হোসাইন, মুফতি রহিম উল্লাহ ভায়েরা মাওলানা কবির আহমদ।উপস্থিত ছিলেন, ফেনী জেলার সকল মাদ্রাসার মুহতামিম ও শীর্ষ ওলামায়ে কেরাম, জানাজা শুরু করার আগে শুরার সকল সদস্য বসে সিদ্ধান্ত নেন গুণক মঈনুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহমুদুল হাসানকে বর্তমান মুহতামিম হিসেবে ঘোষণা করেন,গুণক শুরার পরিচালক ও লালপোল সোলতানিয়া মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম পীরে কামেল ক্বারী মুহাম্মাদ কাসেম।এদিকে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) আল্লামা মুফতি রহিম উল্লাহ কাসেমী নোয়াখালী হাতিয়ায় মাহফিলের সফরে খুব অসুস্থ হয়ে পড়েন। প্রথমে মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা বনশ্রী ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণে আইসিইউতে রাখা হয়েছিলো।এর মাঝে মুফতি রহিম উল্লাহ কাসেমী সাহেবের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা ক্বারী মুহাম্মাদ কাসেম ও মুফতি রহিম উল্লাহ কাসেমীর ছাহেবজাদা গুণক দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ, কল্যানপুর হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ইন্তেকালের সময় মুফতি রহিমুল্লাহর বয়স ৬০ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
Leave a Reply