1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানা নিজ হাতে মাঠ পরিষ্কার করলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের পীরগেঞ্জ জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র অভিযানে ব্যাটারি পানি কারখানায় জরিমানা ও সিলগালা রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে মেডিকেল সেবা পেলেন ২শতাধিক মানুষ রাজশাহী বরেন্দ্র কলেজে বিজয় দিবস পালিত

পৌর নির্বাচনকে ঘিরে ফুলবাড়ীতে প্রার্থীদের দৌড়-ঝাপ

ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি
  • সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৫৩ জন পড়েছেন

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার সাথে সাথেই পৌরসভার প্রত্যেকটি পাড়া-মহল্লায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থীরা ভোটযুদ্ধে কে কত বেশী এগিয়ে থাকবে তা নিয়ে পাড়া মহল্লার আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। কে হবে এবারের পৌর পিতা এনিয়ে চলছে নানা জলপনা কল্পনা।

প্রার্থীরা অনেক আগে থেকেই বিভিন্ন ভাবে পৌর এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। কিন্তু করোনা মহামারির কারণে অল্প কদিন আগেও পৌরবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোন আগ্রহ দেখা যায়নি। তবে তফশিল ঘোষনার সাথে সাথেই চায়ের দোকানসহ পাড়া-মহল্লার মোড়ে মোড়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভোটের হিসেব নিকেশ শুরু হয়েছে। আগে থেকেই মাঠ চসে বেড়ানো সম্ভাব্য প্রার্থীরা এখন আরও বেশী সরব হয়ে উঠছে। প্রার্থীদের মধ্যে অনেকেই ভোটারদের আকৃষ্ট করতে আগাম কর্মী সমাবেশসহ কুশল বিনিময় করেছেন। উপজেলা নির্বাচন অফিস ওয়াজেদ আলী জানান, নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর,এর মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নামও রয়েছে। ফুলবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯শ ৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫শ ৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩শ ৭৯জন। ফুলবাড়ী পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহন হবে। তফসিল ঘোষনার পর থেকে আরও বেশী সরব হয়ে উঠেছেন প্রার্থী ও প্রার্থীদের কর্মী-সমর্থকরা। প্রার্থীরা এখন রাত-দিন তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনের মাঠ গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এবারে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে এখোনো পর্যন্ত ৪জন প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে। তাদের মধ্যে অনেক আগে থেকে মাঠে নেমে গণসংযোগসহ পথসভা শুরু করেছেন বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিবর্তনের সুর জাগিয়ে পৌরবাসীদের মুখে মুখে ব্যাপক সাড়া ফেলেছেন সাবেক মেয়র নুরুল হুদা চেয়ারম্যানের ছোট ছেলে নতুন মুখ সমাজ সেবক মাহামুদ আলম লিটন। এদিকে সম্ভাব্য প্রার্থীর তালিকায় ক্ষমতাসীন আওয়ামীলীগের অনেক প্রার্থীর নাম শোনা গেলেও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নৌকার চুড়ান্ত মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি বীর মুক্তি যোদ্ধা মোস্তাফিজার রহমান ফিজার এর ছোট ভাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খাজা মঈন উদ্দীন চিশতী। তিনি দলের নেতা কর্মিদের নিয়ে দিনরাত ব্যপক গণসংযোগ ও লিফলেট বিতরণসহ মটর সাইকেল শোডাউন করছেন। এদিকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও সাবেক কাউন্সিলর ও কিছু নতুন মুখ পাড়ায়-মহল্লায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টি ও জামায়াতের প্রার্থীদের কোন প্রকার তৎপরতা দেখা মেলেনি নির্বাচনী মাঠে। পৌরবাসীরা বলছেন,বিগত দিনে ময়লা-আর্বজনার কারণে পৌরবাসীদের যে চরম ভোগান্তি পোহাতে হয়েছে এবারের ভোটে ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে পৌরবাসী। নামে নয়,কাজেও প্রমাণ করতে হবে এটি প্রথম শ্রেণীর পৌরসভা। অনেকে বলছেন,পৌর এলাকায় নতুন নতুন ভবন তৈরী হয়েছে, কিন্তু নেই পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা,বাড়ী বাড়ী খাবার পানি সরবারহ করার কথা থাকলেও পানির লাইন গুলো অকেজো হয়ে পড়ে আছে,তার কোনো খবর নেই। তাই এবারের নির্বাচনে মেয়র-কাউন্সিলরদের কাছে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব-নিকেশ করেই ভোটাররা ভোট দিবেন এমনটিই জানান বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১ ডিসেম্বর,মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩ডিসেম্বর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ডিসেম্বর এবং ভোটগ্রহনের তারিখ ২৮ডিসেম্বর।

জা-বি

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page