ডুবাই প্রতিনিধি: ডুবাইয়ে বাংলাদেশ বিজনেস ফোরাম, আজমানের উদ্যোগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক ফুটবল ম্যাস টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বিবিএফ টিম আজমান বনাম ডুবাই টিম দুই দলের মধ্যকার এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সাবেক সহ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম। খেলায় ২-০ গোলে এগিয়ে থেকে জয়লাভ করেন বিবিএফ টিম। ‘বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান’র সাধারন সম্পাদক আবু বক্করের পরিচালনায় এই খেলা পরিচালিত হয়।
এর আগে রাত ৯ টায় দুবাইয়ে প্রবাসী ব্যবসায়ীদের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি কামাল হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সাবেক সহ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজা’র সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিনিয়ার সাব্বির মিয়া, মনির হোসেন, জসিম উদ্দিন মল্লিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাফর চৌধুরী, সি এম আবদুল্যাহ, বিজনেস ফোরামের উপদেষ্টা ইব্রাহীম ওসমান, সহসভাপতি মিহির ব্রাগনোরা, তরিকুল ইসলাম শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবীব, প্রচার সম্পাদক কবি ওবাইদুল হক প্রমুখ।
Leave a Reply