নড়াইলের লোহাগড়ায় চোরাইকৃত মালসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে চোরাইকৃত দু’টি মনিটর ও একটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের মোহম্মাদ ফকিরের ছেলে সিফাত ফকির (২৮) ও লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের রহমানের ছেলে আজমত হোসেন (২৫)। এর মধ্যে সিফাতের নামে বিভিন্ন থানায় চুরি,নাশকতাসহ ১০টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান,সিফাত ও আজমত পেশাদার চোর। গত ২ নভেম্বর রাত দেড়টার দিকে নড়াইল মহিষখোলা এলাকার নান্টুর বাড়ি থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরেরদিন নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। সেই মামলার সূত্র ধরে প্রথমে সিপাত এবং পরে আজমতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চোরাইকৃত মনিটর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
Leave a Reply