বীর বাঙ্গালি
আব্দুল্লাহ আল ফাহিম
বীর বাঙালির গর্জন,
বাঙ্গালি ঐক্যবদ্ধ দুর্গম।
দাপটের জাল করেছিলো চুরমার,
অস্ত্র গর্জে উঠেছিলো দুর্বার!
স্বাধীন বাংলার স্বাধীন ভূমি,
আমার প্রিয় জন্মভূমি।
কত শত গেলো সজীব প্রাণ,
বিঁধিয়ে দিয়েছে বিষের বাণ।
পদতলে রয় কত বধ্যভূমি,
তারা এনেছে এক নতুন ঊর্মি!!
ঊর্ধ্বের নেশায় বীর বাঙ্গালি,
ইতিহাস টা পুরো খাঁটি সোনালি।
বক্ষে মিশাইয়া বাংলার মাটি;
বিশ্বে বাংলার পতাকার পাটি!
কন্ঠ চিরে সেই জয় বাংলা;
মানে নাই পিশাচদের মামলা হামলা।
রক্ত দিয়া মাখিলো বেশ,
আমার সোনার বাংলাদেশ!
বিজয়ে সর্ব উত্তাল,
করেছে তারা পিশাচ নিপাত;
খুড়িয়াছে বাংলার পাতাল!
জ্বালিয়াছে অগ্নি বক্ষে বিধাত্রির,
ছুঁয়েছে সেই চির স্বাধীনতা;
গৌরবে পূর্ণ শিখর হিমাদ্রির!
ধ্বনিতে ধ্বনিতে জয়ের স্লোগান,
স্বার্থক করেছে সকল শ্মশান!!
নাম: আব্দুল্লাহ আল ফাহিম
বিভাগ: প্রাণিবিদ্যা
১৫ তম আবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Leave a Reply