কাপাসিয়া উপজেলার বরুন গ্রামের জাগরণী সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফাইনাল ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাব সংলগ্ন উপজেলার বরুন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা হয়। ভলিবল খেলায় অংশগ্রহন করেন জাগরণী সংঘ একাদশ ও বর্জনা সমাজ কল্যাণ সংঘ একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান। উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ। বরুন জাগরণী সংঘের সভাপতি শরীফুল আলম শাহীনের সভাপতিত্বে খেলা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী সংঘের সহ-সভাপতি মামুন-অর রশিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শারফুউদ্দীন সরকার, বরুন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুল হক সরকার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড. হালিম মোড়ল, দপ্তর সম্পাদক মাহফুজুল কাজী প্রমুখ।
খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় জমায়। পরে অনুষ্ঠিত এ ভলিবল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন বর্জনা একাদশ ও রানার্স আপ জাগরণী একাদশের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply