অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপী ভয়াবহ করোনা ভাইরাস আতংকে চলছে লকডাউন।এ সময় কর্মজীবি মানুষগুলো কার্যত রয়েছেন গৃহবন্ধি। কর্মহীন এমন ১৩০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন সলঙ্গা সর্ব মহলের প্রশংসিত এনজিও-এ ওয়ান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ।
৩ এপ্রিল প্রথম ধাপে সকাল ১০ ঘটিকার সময় সাতটিকরী,দ্বিতীয় ধাপ বিকাল ৩টায় নাইমুড়ি বাজার এবং তৃতীয় ধাপ বিকাল ৪:৩০ঘটিকার সময় চরিয়া মধ্যপাড়ায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতারন করা হয় ।
এসময় , এ ওয়ান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সেলিম রেজা ,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,অর্থবিষয়ক সম্পাদক মো মাসুদ রান, সদস্য মোঃবকুল হোসেন,মোঃ আলাউদ্দিন,মোঃ মুকুল হোসেন,৮নং সলংগা ইউ পি সদস্য জহুরুল ইসলাম মজনু সহ অত্র এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিতি ছিলেন।
Leave a Reply