সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: চারদিকে হাড়কাঁপানো কনকনে শীত সাথে তীব্র কুয়াশা। বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। সারা দেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। এমন বৈরী আবহাওয়ায় থেমে নেই মানুষের জীবনযাত্রা। জীবিকার তাগিদে ছুটছেন তাঁরা। তাঁদের মধ্যে অনেকের গায়ে নেই শীতের গরম কাপড়। দেশের শহরকেন্দ্রিক জায়গাগুলো বিত্তবানদের শীতবস্ত্র বিতরণের হাত থাকলেও বঞ্চিত থেকে যায় প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সমাজ সেবক ওমর ফারুক।
নিজ উদ্যোগে কম্বল ও চাদর কিনে দিচ্ছেন অসহায় মানুষদের।তাঁর ধারাবাহিক কার্যক্রমে শীতার্ত মানুষের মাঝে মটর সাইকেল করে কম্বল ও চাঁদর নিয়ে ৪নং ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি।
গত কয়েক দিনে তিনি ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসব শীতবস্ত্র দেওয়া হয়েছে বিধবা, বয়স্ক পুরুষ ও নারী, প্রতিবন্ধী এবং এতিম অসহায়দের।
জানতে চাইলে সমাজ সেবক ওমর ফারুক বলেন, বিবেকের তাড়না থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। গরীব মানুষ যাতে কোনভাবেই শীতে কষ্ট না পায় তাই তাদের পাশে দারিয়েছি। ভবিষ্যতেও এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply