সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আগামী ১৬ জানুয়ারি আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীর পথ সভায় পৌর এলাকার বাহির থেকে নেতাকর্মীদের এনে মিটিং মিছিল করছে স্ব স্ব প্রার্থীরা।
এর মধ্যে উল্যেখ যোগ্য বিতর্কিত শাহাজাদপুরের সাবেক পৌর মেয়র মিরু। সে প্রকাশ্যে এক সাংবাদিককে গুলিকরে হত্যার অভিযোগে মামলায় এজাহার ভুক্ত আসামী। এছাড়া ইউনিয়ন এলাকার লোকজন নির্বাচনের দিন পৌর এলাকায় আসলে অপ্রিতীকর ঘটনা ঘটতে পারে বলে আশংঙ্খা করছেন পৌরবাসী। নির্বাচনেরর দিন আতঙ্কে বিরাজ করছে ভোটারদের মাঝে।
বেলকুচি পৌর এলাকার রতনকান্দি গ্রামের ভোটার তাহের আলী বলেন, আমরা নিরিহ মানুষ, বহিরাদের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। ভোট দিতে যেতে ভয় পাচ্ছি। যদি বহিরাগত কেউ না আশাই ভালো। আমরা নির্বিধায় ভোট দিতে পারবো।
মুকুন্দগাতী গ্রামের হাফিজুর রহমান বলেন, শাহাজাদপুরের সাবেক মেয়র মিরু সাংবাদিকদের মতো মানুষকে হত্যা করেছে। আর আমরাতো সাধারণ মানুষ। আমাদের মারতে তার কিছুই মনে হবে না।
ক্ষিদ্রমাটিয়া গ্রামের ভোটার শহিদুল ইসলাম বলেন, পৌর এলাকা ব্যাতিত বাহিরের বহিরাগত লোকজন না আসাই ভাল। বহিরাগতরা আসলে আমাদের মনে আতঙ্কে বিরাজ করবে।
এব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হক বলেন, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২ ঘটিকার পর থেকে নির্বাচনের দিন প্রর্যন্ত কোন বহিরাগত ব্যাক্তি পৌর এলাকায় আসতে পারবেনা। আমরা খবর পেলে ব্যাবস্থা গ্রহন করবো।
Leave a Reply