সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৩০০ শত হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে শীতবস্ত্র হিসেবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের দেয়া কম্বল পেয়ে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হোস্টেল প্রাঙ্গণে অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি ড. কে. এম কামরুজ্জামান সেলিম জেলা প্রশাসক ঠাকুরগাঁও।
“শীত এলেই কষ্টের যেন শেষ নাই। একটা কম্বলের তানে মানুষের কাছে ছুটিতে লাগে। এহন আমারে ডাইকা দিলো কম্বল। এতে খুব ভালো লাগছে। এই কম্বল গায়ে দিয়ে ঘুমাবো। শীতের কষ্টটা দূর হবে’ বলে স্বস্তি প্রকাশ করেছেন বৃদ্ধা আম্বিয়া খাতুন।”
তার মতোই ঠাকুরগাঁওয়ে ৩০০ শত হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে শীতবস্ত্র হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের দেয়া কম্বল পেয়ে।
তীব্র শীতে গরম পোশাকের অভাবে কষ্টে ছিলেন উল্লেখ করে আরেকজন বলেন, ‘কিছুদিন ধরেই আমাদের জেলায় শীত বেশি। বর্তমান দিনে কিছুটা কম থাকলেও ভোররাতে প্রচণ্ড ঠাণ্ডা লাগে।’
হাতে কম্বল পেয়ে আনন্দিত আহম্মদ আলী বলেন, আমাদের মতো এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন। ধন্যবাদ জানাই তাদের।’
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম মোস্তফা ফারুক রুবেল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।
Leave a Reply