সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শাহ্ পাড়া যুব উন্নয়ন ক্লাব এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন শাহ্ পাড়া যুব উন্নয়ন ক্লাব এর উদ্যোগে মনোমুগ্ধকর পরিবেশে লাল ফিতা কেটে, আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর মধ্যে দিয়ে শাহ্ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।
শাহ্ পাড়া যুব উন্নয়ন ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক ফইমউদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন, সংগীত শিল্পী ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অন্তর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, সিংগিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ওয়াহেদুল হক এমিন, জেলা স্বেচ্ছা সেবক লীগের নেতা মাহামুদ, মিঠুসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ভূল্লী ডিগ্রী কলেজের প্রভাষক শাহারিয়ার আলম সোহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আয়োজক মুরাদ, বিপুল, সৌভন, ইউসুব, জাহিদ, শাহিন সহ প্রমুখ।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে খেলা প্রেমি তরুন, যুবক, যুবতী, বয়স্ক পুরুষ ও মহিলারা। প্রচন্ড শীতকে উপেক্ষা করে হাজারো দর্শক খেলা উপভোগ করেন। এ সময় দর্শক ও খেলোড়ারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ।
অতিথিগণ, এতো সুন্দর একটি খেলার আয়োজন করার আয়োজকদের ধন্যবাদ জানান।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন সাজ্জাদ-১ দল ও মাহি ক্যবল নেটওয়াক। এতে খেলা শেষে প্রথম রাউন্ডে জয় লাভ করেন সাজ্জাদ-১ দল।
উল্লেখ্য, ৩ দিন ব্যাপী শাহ্ পাড়া যুব উন্নয়ন ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট 16টি টিম বিভিন্ন জেলা থেকে অংশ গ্রহন করবেন এবং আগামী ৫ ফেব্রুয়ারী ফাইনাল অনুষ্ঠিত হবে।
Leave a Reply