সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন শাহ্ পাড়া যুব উন্নয়ন ক্লাব এর উদ্যোগে শাহ্ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হয়।
শাহ্ পাড়া যুব উন্নয়ন ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক রইসুল ইসলাম এর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হক, বিশিষ্ট সমাজসেবক মজিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আজিজুর ইসলাম, সিংগিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ওয়াহেদুল হক এমিন সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ভূল্লী ডিগ্রী কলেজের প্রভাষক শাহারিয়ার আলম সোহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আয়োজক মুরাদ, বিপুল, সোভন, ইউসুব, জাহিদ, শাহিন সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রওশনুল হক তুষার বলেন, যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। এ জন্য যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায় অবদান রাখতে হবে। আসুন আমরা সকলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
শাহ্ পাড়া যুব উন্নয়ন ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা জয়ের লক্ষ্যে ব্যপক প্রতিদ্বন্দীতা করতে দেখা যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সাজ্জাদ-১ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সুমাইয়া মুসকান জুটি।
খেলা শেষে অতিথিগন রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরুস্কার তুলে দেন।
Leave a Reply