ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সভায় উপজলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কানিজ আফরােজ, ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, মুক্তিযাদ্ধা সংসদের সাবক কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী, যুদ্ধাহত মুক্তিযােদ্ধা আব্দুস সামাদ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Leave a Reply