ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুর ২টায় উপজেলা হল রুমে ২০জন প্রতিবন্ধিদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলো নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মশিউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ: হাসিনা ভুইয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান,অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply