হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ স্পেনে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এবং হেড অব চেন্সরি ও মিনিস্টার হারুন-আল-রশিদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তারা নবনিযুক্ত মিনিস্টার ও কনস্যুলার জেনারেল আব্দুল মুক্তাদিরকেও স্বাগত জানান।
রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করে বলেন, অত্যন্ত আন্তরিক, নিষ্ঠা ও কমিউনিটিতে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। বাংলাদেশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ এবং এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে এই সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে।
বিদায়ী রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনকালে অ্যাসোসিয়েশন ও কমিউনিটির নেতাদের আন্তরিকতা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানান। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতারা রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ও মিনিস্টার হেড অব চেন্সরি হারুন-আল-রশিদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কনস্যুলার সেবা জিরো টলারেন্সে নিয়ে আসতে তাদের ভূমিকা অগ্রণী বলে মন্তব্য করেন।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতৃত্ব দেন সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ও চেন্সরি হারুন-আল-রশিদকে উপহারসামগ্রী ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply