হে সন্তান
তোমাকে বলতে হলে পড়তে হবে রবীন্দ্র নাথ, কাজী নজরুল, জীবনানন্দ, শুকান্ত রচনাবলী
তত্ব তথ্যের ইতিহাস
মুক্তি যুদ্ধকোষ ।
তোমাকে বলতে হলে
যেতে হবে টুংগিপাডায়, বনানী গোরস্থানে
মুক্তি যোদ্ধাদেরকবরে
ভারতে ইন্দিরা গান্ধীর শ্বশানে
মস্কোতে ব্রেজনেভের গ্রেইভইয়ার্ডে।
তোমাকে বলতে হলে যেতে হবে
যুদ্ধাহত সৈনিকের কাছে
ধর্ষিতা মা- বোনের পর্ণ কুঠীরে
বধ্য ভূমিতে
অজানা অখ্যাত স্থানে হাজার হাজার
বাংগালি সন্তানের মৃত দেহ গলে পচে
মিশে আছে যে মাটিতে আর
মনু নদীতে ভেসে আসা ধর্ষিতা লাশের পাশে ।
তোমাকে লিখতে হলে পেতে হবে
হাতের কাছে হাজার দশেক কালি ও কলম
দিস্তা দিস্তা কাগজ
ডজন খানেক বছর
বাড়ন্ত আয়ুর মেয়াদ, নির্জন নি:ছিদ্র প্রহর।
তোমাকে লিখতে হলে
আংগুলে গুনা যে কটা দিনক্ষন অবশিষ্ট রয়ে গেছে বাকী
জানি তাতে হবে না সংকুলান
ব্যাপ্তি তার অতি দীর্ঘ
সময় সংকীর্ন ও জটিল
ঘটনা নিষ্ঠুরতম পৈশাচিকতার আবর্তে বন্দী
জান না তুমি আজও হে সন্তান
ভ্রুন থেকে কি করে হয়েছে তার বিশাল শরীর
এ কাহার কিম্বা
কোন সে জাতির।
তোমাকে লিখতে হলে
যেতে হবে বত্রিশ নম্বরে
যেখানে রক্ত শুকিয়ে হয়ে আছে পুড়া বারুদ
সময় ও সুযোগের অপেক্ষায় দিন গুনছে
এরিন মোরের গন্ধমাখা হাতের পাইপ
আয়ত চোখ থেকে খসে পরা চশমা
বুলেটে বিদ্ধস্ত দেয়ালের টুকরো টুকরো
বিপ্লবী ইট সুড়কি বালি কনার কাছে।
তোমাকে লিখতে হলে
নির্ঘাত যেতে হবে জেল খানায়
বাতাসে মিশে আছে রক্তের গন্ধ
শ্বাস নিলে আজও বুঝা যায়
কানে বাজে করুন আর্তনাদ।
তোমাকে লিখতে হলে
সংবিধানের পাতা একের পর এক
উল্টে পাল্টে দেখে নিতে হবে মীরজাফরী কুখ্যাত
অধ্যাদেশ
জাতির কলংক কিম্বা সর্বনাশ।
তোমাকে বলতে হলে
৪৮,৫২,৫৪,৬৬,৬৯,৭০,৭১ এর
স্বাধীকার স্বাধীনতার কথা
হে সন্তান
নিশ্চিত জানতে হবে
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী
জাতির পিতা শেখ মুজিব।
Leave a Reply