নড়াইল জেলায় প্রথম নারী পুলিশ কর্মকর্তা (এএসপি) হিসেবে যোগদান করেছেন তানজিলা সিদ্দিকা। গত রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেন তিনি।
এর আগে মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন। সেখান থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে উচ্চশিক্ষার জন্য গত বছর (২০২০) দক্ষিণ কোরিয়ায় যান তিনি। এরপর দেশে ফিরে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগান করেন।তানজিলা সিদ্দিকা ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন। তানজিলা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুখচর গ্রামের কৃতি সন্তান।
অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা বলেন, পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় নড়াইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এজন্য জেলাবাসীর একান্ত সহযোগিতা প্রয়োজন।
এদিকে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি নড়াইলের নড়াগাতি থানায় রোকসানা খাতুন প্রথম নারী ওসি হিসেবে যোগদান করেন। শুধু নড়াগাতি থানার নয়, তিনি খুলনা বিভাগের প্রথম নারী ওসি।#
মো জান্নাতুল বিশ্বাস/প্রতিদিনের সময়
Leave a Reply