নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে জনসাধারনের জন্য করোনা প্রতিরোধে বিশেষভাবে হাত-মুখ ধোয়ার ব্যবস্থা করেছেন উপজেলা ছাত্রলীগ ।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে নাগরপুর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৮ টি হাত ধোয়ার ট্যাপ ও হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করা হয়।
বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও নিয়মিত পথেঘাটে চলাচলকারীরা পথের পাশে অস্থায়ী এসব হাত ধোয়ার স্থানে সাবান দিয়ে তারা হাত ধুয়ে নিবেন। সচেতনতার মাধ্যমে করোনা থেকে নিরাপদ থাকা সম্ভব। বর্তমানে করোনা ভাইরাসের জনসচেতনতা লক্ষে কাজ করে যাচ্ছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন এর সভাপতিত্বে এবং সাধারণত সম্পাদক মো.সজীব মিয়ার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সম্রাট,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণত সম্পাদক রবিউল ইসলাম খান সহ বিভিন্ন ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply