নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এবার ভারতীয় এক কিশোরকে গুলি করেছে বিএসএফ টহলদল। আহত কিশোর মিলন মিয়া (১৮) রবিবার (১১ এপ্রিল) ভোররাত ৩টা দিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তার নানার বাড়িতে বেড়াতে আসার সময় ভারতীয় অংশে গুলিবিদ্ধের ঘটনা ঘটে। আহত যুবক মিলন মিয়া ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের পুত্র।
পরে আহত কিশোর তার নানাবাড়ী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়ায় নানা মকবুল হোসেনের সহায়তায় সেখানে আশ্রয় নেয়। রাতেই চিকিৎসক দিয়ে গোপনে তার চিকিৎসা চলছিল। খবর পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবিরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে গুলিবিদ্ধ যুবককে মকবুল হোসেনের বাড়ির পাশে কবরস্থান সংলগ্ন একটি গর্তের ভিতর থেকে উদ্ধার করে রাতেই পুলিশ প্রহরায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে সদর থানা পুলিশ প্রহরায় কিশোরের চিকিৎসা দেয়া হয়।
আহত যুবক মিলন মিয়া সাংবাদিকদের জানায়, রাত ৩টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাটের অধীন অনন্তপূর বিওপি এবং ভারতের বিএসএফ ঝিকরি ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫এস দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে তার নানা বাড়িতে বেড়াতে আসার সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করলে সে আহত অবস্থায কাটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, আপাতত তার অবস্থা আশঙ্কামুক্ত। তার পাজরের ডানদিক থেকে একটি বুলেট এবং ৮/১০টি স্প্রিন্টার বের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল মিটিংয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জামাল হোসেন জানান, গুলিবিদ্ধ ভারতীয় নাগরিককে নাগেশ্বরী থানা পুলিশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনাটি লালমনিরহাট ১৫ বিজিবি এলাকায় ঘটেছে।
এ ব্যাপারে লালমনিরহাট বিজিবি পতাকা বৈঠকের জন্য ভারতীয় বিএসএফের সাথে যোগাযোগ করছে।
Leave a Reply