মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ীঃ(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যটলিয়ন বিজিবি’র একটি টহল দল কষ্টি পাথর সদৃশ্য একটি মুর্তি উদ্ধার করেছে। শুক্রবার ১৬ এপ্রিল রাত ৮টায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইতলী বিওপি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে পার্বতীপুর উপজেলার আমবাড়ী বড়দল গ্রামের নীদিপুকুর ডাংগা হিন্দুপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই কষ্টি পাথর সদৃশ এই মুর্তিটি উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল মো: শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে নায়েক সুবেদার মো: হায়দারুল ইসলামের সেতৃত্বে একটি টহল দল তার নির্দ্দেশে জলপাইতলী বিওপি থেকে পাঁচ কিলোমিটার দুরে বড়দল হিন্দুপাড়া থেকে মালিকবিহীন ছয় দশমিক চার কেজি ওজনের একটি কষ্টি পাথর সদৃশ্য মূর্তি উদ্ধার করে, যার দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৮ ইঞ্চি, আনুমানিক সিজার মূল্য নিধারন করা হয়েছে, ছয় লাখ ৪০ হাজার টাকা। তিনি বলেন, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply