নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় টাঙ্গাইলের নাগরপুরে ২২ মামলায় ৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা কমিশনার (ভূমি) তারিন মসরুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন কার্যকর করতে সক্রিয়ভাবে মাঠে কাজ করছে নাগরপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার (১৭ এপ্রিল) বিকালে নাগরপুর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) তারিন মসরুর। এসময় লকডাউনের বিধিনিষেধ লঙ্গন করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ২২ জনকে “দণ্ডবিধি ১৮৬০” এর ১৮৮ ও ১৬৯ ধারায় সর্বমোট ৪ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধানের কোনো বিকল্প নাই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলেই জরিমানা গুনতে হবে। পরপর ২ দিন করোনায় মৃতের সংখ্যা ১০১ ছাড়িয়েছে। সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। অতি জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে বের হবেননা। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন নাগরপুর থানার এ.এস.আই আনিসুজ্জামান সহ উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply