মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রমিক সংকট মোকাবেলা করে কৃষিকে লাভজনক করার লক্ষ্যে সরকার সারা দেশে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী উন্নয়ন সহায়তার আওতায় ১জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে (ধান কর্তন যন্ত্র) কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৫ টায় উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এলুয়ারী ইউনিয়নের জাম গ্রাম এলাকার কৃষক আবু ফরহাদ চৌ: রতনকে ভর্তুকি মূল্যে এই কম্বাইন হারভেস্টারের চাবি তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।
যার প্রকৃত মুল্য ২২লক্ষ টাকা। সরকার কতৃক ৯লক্ষ টাকা ভর্তুকি দিয়ে ভর্তুকি মূল্যে কৃষক পাচ্ছেন ১৩ লক্ষ্য টাকায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার
মোছা: রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার কৃষি সম্প্রসারণ অফিসার শাহানা আফরোজ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শাফিউল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন বলেন,এই মেশিনের মাধ্যমে কৃষক স্বল্প সময়ে ও স্বল্প খরচে ধান কর্তন করতে পারবে। এর মাধ্যমে একদিকে বৃহৎ সংখ্যক কৃষক দ্রুত সময়ের মধ্যে ফসল কর্তন করে পরবর্তী ফসল আবাদে যেতে পারবে। অন্যদিকে যন্ত্রপাতি প্রাপ্ত কৃষক ফসল কর্তনের মাধ্যমে আয় করতে পারবে। ফলে একদিকে ফসল উৎপাদনের বিপ্লব ঘটবে, অন্যদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠী জীবন মান পরিবর্তিত হবে। ফলে গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
Leave a Reply