বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশক্রমে গাজীপুর জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আদনান পারভেজ কাপাসিয়া উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফোন কল সেবা কার্যক্রম চালু করেন।
দেশব্যাপী করোনা মহামারী চলাকালীন এই সময়ে সবাইকে ঘরে থাকার জন্যে উৎসাহিত করা হয়েছে। এতে বিপাকে পড়ে অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা। লকডাউনের জন্য চিকিৎসকের কাছে যাওয়া কষ্টকর এবং সংক্রমণের ঝুঁকি থাকায় অনেক সময় চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হোন গ্রামের সাধারণ মানুষ। তাই করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফোন কল সেবা কার্যক্রম চালু করেন ছাত্রনেতা আদনান পারভেজ।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফোন কল সেবা অব্যাহত থাকবে। সকলে কলের মাধ্যমে এ সেবা পাবেন বলে তিনি জানান।
Leave a Reply