আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ রাষ্ট্রবিরোধী তথ্য সন্ত্রাস মোকাবেলায় ডিজিটাল সিকিউরিটি আইনকে আরও জোরালোভাবে প্রয়োগ করার পক্ষে মত দিয়েছেনl
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্যে ড. সেলিম মাহমুদ বলেন, একটি গোষ্ঠী জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্তl তারা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়l জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিগত এক যুগেরও বেশি সময় ধরে যে যুগান্তকারী ও বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে, সেটিকে নস্যাৎ করার লক্ষ্যে ইতোমধ্যে এই গোষ্ঠীটির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে তারা বাংলাদেশ বিরোধী তথ্য সন্ত্রাসে লিপ্ত হয়েছেl
সেলিম মাহমুদ বলেন, এই তথ্য সন্ত্রাস মূলত রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধেl বেশ কিছুদিন ধরে কিছু রাষ্ট্রবিরোধী লোক বিদেশে বসে ডিজিটাল মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার চালাচ্ছেl এই অপপ্রচার ও তথ্য সন্ত্রাসে নেতৃত্ব দিচ্ছে লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়াl রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে এই তথ্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবেl ডিজিটাল মাধ্যমে সংঘটিত এই তথ্য সন্ত্রাসকে আইনের আওতায় আনার একমাত্র পথই ডিজিটাল সিকিউরিটি আইনের কার্যকরী প্রয়োগl সরকার বিরোধী কিছু লোক এবং সুশীল সমাজের কিছু ব্যাক্তি তাদের নিজেদের স্বার্থে এই আইনের বিরোধিতা করছেl রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির নিরাপত্তার স্বার্থে প্রায় সকল উন্নত দেশেই এই ধরনের আইন রয়েছেl ওই সকল রাষ্ট্রকে অনুসরণ করেই এবং বাংলাদেশের বাস্তবতার নিরিখে এই আইন করা হয়েছিলl এখন সময় এসেছে, তথ্য সন্ত্রাস প্রতিরোধে আইনটিকে অধিকতর জোরালোভাবে প্রয়োগ করারl
ড. সেলিম বলেন, মেধা, কৌশল, কমিটমেন্ট, প্রযুক্তি নির্ভর পদ্ধতির অবলম্বন, অপপ্রচার ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীকে অপপ্রচার ও তথ্য সন্ত্রাস মোকাবেলা করতে হবেl
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে তথ্য ও গবেষণা উপকমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরl
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মাহফুজুর রহমান ড. শাহজাহান মাহমুদ, সাজ্জাদুল হাসান, প্রফেসর হেলালুদ্দীন নিজামী, প্রফেসর ড۔ বিশ্বজিৎ চন্দ, ব্রিগেডিয়ার ডা. মো. শাহজাহান, নওশের রহমান, প্রফেসর ড. অসীম সরকার, ডা. জাহানারা আরজু, ড. মোহাম্মদ শামসুর রহমান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, আমেনা কোহিনুর, আতাউল মাহমুদ, সৈয়দ আবু তোহা, অ্যাডভোকেট আরেফা পারভীন তাপসী, শেখ আদনান ফাহাদ, রায়হান কবির, সরওয়ার মামুন চৌধুরী, মোফাজ্জল হক, সৌরভ কুমার সাহা, ফাহিম শাহরিয়ার, লিপন মন্ডল লিপু, রকিবুদ্দিন আহমেদ ঢালী, সাজ্জাদ হোসেন চিশতী, মাসুদ পারভেজ খান ইমরান, রাজীব হোসেন, আলমগীর হোসেন প্রমুখl
Leave a Reply